1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু। কিছু, বিচ্ছিন্ন ঘটনা,ছাড়া শারদীয় দুর্গোৎসব ভালোভাবেই হচ্ছে, ব়্যাবের ডিজি-একেএম শহীদুর রহমান। বন্দরে চাইনিজ দাসহ ডাকাত দলের সদস্য অন্তু গ্রেপ্তার।

একটি পরিবার পুরো নারায়ণগঞ্জটাকে জিম্মি করে রেখেছিল-মাওলানা মঈনুদ্দিন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত

বন্দর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ বন্দরে ২১নং ওয়ার্ডে গনসংযোগ করেন।

২১ আগষ্ট বৃহস্পতিবার বাদ আসর বন্দর ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা, এনায়েতনগর, কল্যান্দীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন করেন।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বিগত ১৬ বছর একটি গোষ্ঠী,একটি পরিবার পুরো নারায়ণগঞ্জটাকে জিম্মি করে রেখেছিল। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছে। আমরা মনে করি এমন অবস্থায় নতুন বাংলাদেশকে নতুন করে সাজিয়ে আল কোরআনের আইন ও সৎ লোকের শাষন প্রতিষ্ঠিত হলে দেশ সুন্দর করে চলবে। কারন তখন প্রত্যেকের মনের ভিতরে আল্লাহর ভয় থাকবে। মরনের ভয় থাকবে।

তিনি আরো বলেন, কয়েক হাজার তরুন ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, তা চাঁদাবাজদের কাছে বিলিন হতে দিবো না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস চাঁদাবাজদের রুখে দিবেন।
কুরআনের আইন বাস্তবায়ন হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন হবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা দক্ষিনের আমীর মাওলানা ফজলুল হাই জাফরী,বন্দর থানা দক্ষিনের সেক্রেটারী কাজী মামুন,২১নং ওয়ার্ড জাময়াত ইসলামী রোকন সদস্য মেহেদী হাসানসহ শতাধিক নেতাকর্মী বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park