বন্দর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমেদ বন্দরে ২১নং ওয়ার্ডে গনসংযোগ করেন।
২১ আগষ্ট বৃহস্পতিবার বাদ আসর বন্দর ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা, এনায়েতনগর, কল্যান্দীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরন করেন।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বিগত ১৬ বছর একটি গোষ্ঠী,একটি পরিবার পুরো নারায়ণগঞ্জটাকে জিম্মি করে রেখেছিল। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছে। আমরা মনে করি এমন অবস্থায় নতুন বাংলাদেশকে নতুন করে সাজিয়ে আল কোরআনের আইন ও সৎ লোকের শাষন প্রতিষ্ঠিত হলে দেশ সুন্দর করে চলবে। কারন তখন প্রত্যেকের মনের ভিতরে আল্লাহর ভয় থাকবে। মরনের ভয় থাকবে।
তিনি আরো বলেন, কয়েক হাজার তরুন ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, তা চাঁদাবাজদের কাছে বিলিন হতে দিবো না। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস চাঁদাবাজদের রুখে দিবেন।
কুরআনের আইন বাস্তবায়ন হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন হবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা দক্ষিনের আমীর মাওলানা ফজলুল হাই জাফরী,বন্দর থানা দক্ষিনের সেক্রেটারী কাজী মামুন,২১নং ওয়ার্ড জাময়াত ইসলামী রোকন সদস্য মেহেদী হাসানসহ শতাধিক নেতাকর্মী বৃন্দ।