1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু। কিছু, বিচ্ছিন্ন ঘটনা,ছাড়া শারদীয় দুর্গোৎসব ভালোভাবেই হচ্ছে, ব়্যাবের ডিজি-একেএম শহীদুর রহমান। বন্দরে চাইনিজ দাসহ ডাকাত দলের সদস্য অন্তু গ্রেপ্তার।

বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ গত ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির এক জনসভায় ফ্যাসিস্ট হাসিনার (তৎকালীন প্রধানমন্ত্রী) নির্দেশে পুলিশের বর্বরোচিত হামলায় পঙ্গুত্ব বরণ করেন বিএনপির ত্যাগী কর্মী ইব্রাহিম। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ সালে তিনি মৃত্যু বরণ করেন।

শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর ইব্রাহিমের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এই মাহফিলের আয়োজন করেন ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ফতুল্লা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি পারভেজ মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দিন আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভুইয়া, জেলা বিএনপির সদস্য নাদিম আহমেদ মিঠু, একরামুল কবির মামুনসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ নিহত বিএনপি নেতা ইব্রাহিমের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান।

নেতৃবৃন্দ আশ্বস্ত করে বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় তাদের পাশে আছেন এবং থাকবেন। যখন যেকোনো সহযোগিতা প্রয়োজন হবে, আপনারা ওয়ার্ডের নেতৃবৃন্দদের জানাবেন, তারা আমাদেরকে অবহিত করবেন। এবং কেন্দ্রীয় বিএনপি থেকে শহীদদের যে তালিকা প্রণয়ন করা হবে, ইনশাআল্লাহ সেই তালিকায় অতিশীঘ্রই ইব্রাহিমের নাম অন্তর্ভুক্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park