1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা’র অভিযোগ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার। বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু।

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পূর্ণমিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ শনিবার ৯ আগষ্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি’র আয়োজনে (২০২৪-২০২৬)অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নারায়ণগঞ্জে যতগুলা সমস্যা রয়েছে, তারমধ্যে অন্যতম সমস্যা যানজট। মাত্র ৭২ স্কয়ার কিলোমিটারের ছোট্ট একটি শহর। এটি ব্যবসার প্রাণকেন্দ্র হিসাবে ব্রিটিশ আমলে থেকেই পরিচিত। আমরা সমৃদ্ধ হয়েছি, কিন্তু নারায়ণগঞ্জের ঐতিহ্য হারিয়ে ফেলছি। ব্যবসার পরিধি বেড়েছে, ইন্ড্রাস্টি হয়েছে কিন্তু শীতলক্ষ্যা হারিয়েছি। অপরিকল্পতি নগরী হিসাবে গড়ে উঠেছে। আজকে যে সমস্যা তা ১ দিনে হয়নি। যার যার জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন না করার ফলেই এমন পরিস্থিতিতে পরেছি। নিজের স্বার্থ না দেখে যার যার দায়িত্ব পালন করা উচিত।

আমরা যানজটের জন্য কাজ করেছি, কিন্তু যানজট নিরসন হয়নি। প্রাথমিকভাবে আমরা লোকবলের সংকট রয়েছে, যদি লোকবলের সার্পোট পাই। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। তবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, হকার সমস্যা একদিনের নয়। দীর্ঘদিন এভাবেই হকাররা বসেছে। হকারদের কথাও ভাবতে হবে, একটা জায়গা তাদের বসিয়ে দিলাম কিন্তু তারা আবারও চলে আসবে। চাষাড়া থেকে কয়েকজন ধরে নিয়ে যায় আবার নতুনরা বসে। শহরের যে পরিমান ক্যাপাসিটি তারচেয়ে অনেক পরিমান হকার রয়েছে। আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে তাহলে স্থায়ী সমাধান আসবে। আমি একা কখনো ভালো থাকতে পারবো না। সকলকে নিয়েই ভালো থাকতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, শুধু প্রফিটের কথা ভাবলেই হবেনা। সামাজিক দায়বদ্ধতার কথাও আমাদের ভাবতে হবে। তাহলেই দায়িত্বের প্রতিফলন ঘটবে। ব্যবসা একটি হালাল পন্থা, অবশ্যই আমরা হালাল ভাবে ব্যবসা করবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মো. মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জহিরুল হক ভূইয়া।

নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি’র সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবদুল কাইয়ুম তালুকদার মনি, সহ সভাপতি রেজাউল ইসলাম মন্টু, বাংলাদেশ দোকান মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এম.এ শাহেদ শাহীন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আহাম্মেদুল হক তনু, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াহিয়া আলম উচ্ছ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাদিক আল-আমীন মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমবায় নিউ মার্কেট মালিক সমিতির সভাপতি খাজা ইবাইদুল হক টিপু প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park