স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জাকির খানের ৫২ তম জন্মদিন উপলক্ষে মহানগর কৃষক দলের উদ্যােগে দোয়া ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (২৮শে সেপ্টেম্বর) রাতে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জাকির খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আমি আশাবাদী, তবে এ বিষয়ে দল যে সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব। দলের সিদ্ধান্তের উর্ধ্বে কেউ না। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। নানা হয়রানি ও নির্যাতন সহ্য করে জিয়ার আদর্শের রাজনীতিকে আঁকড়ে ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি।
এই প্রথম সবাইকে নিয়ে এক সাথে জন্মদিন পালন করছি। জন্মদিনে সবাইকে কাছে পেয়ে খুব আনন্দিত। এ জন্য মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এই অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই।
পরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উৎসবমূখর পরিবেশে কেককেটে জন্মদিন উৎযাপন করেন তিনি।
মহানগর কৃষক দলের সংগ্রামী সহ-সভাপতি শেখ সালেহ আহমেদ রনি’র সার্বিক পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান মশু, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, সাবেক জেলা ছাত্রদল নেতা জুয়েল আহমেদ, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল, সদর থানা কৃষক দল নেতা মাসুম খান, গার্মেন্টস শ্রমিক দল ফতুল্লা থানা কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন, বন্দর থানা কৃষক দল নেতা মোশারফ হোসেন মোল্লা, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সহ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রাসেল চৌধুরী ও বন্দর থানা ছাত্রদল নেতা মোঃ সাব্বির সরদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।