স্টাফ রিপোর্টারঃ শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নগরীর নিতাইগঞ্জে বলদেব জিউর আখড়া পূজা মন্ডপ পরিদর্শন করেছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় তিনি পূজা মন্ডপ পরিদর্শনে আসেন।
এসময় মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পী ও মন্দিরের উপদেষ্টা শংকর কুমার সাহা তাদের ফুল দিয় অভ্যর্থনা জানান।
মন্দির পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ গণমাধ্যম কর্মীদের জানান, বিগত বছরগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রোপাগান্ডার মাধ্যমে নাশকতার চেষ্টা করা হয়েছে, এবার নারায়ণগঞ্জে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। দুর্গাপূজায় সবার অংশগ্রহণ ও আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। পূজামণ্ডপ এর আশেপাশের এলাকা এবং যাতায়াত ব্যবস্থা নিরাপদ রাখতে র্যাবের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া পূজা উপলক্ষে যেকোনো নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র্যাব সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর পূর্বে তিনি আমলাপাড়া, টানবাজার সাহা পাড়া, রামকৃষ্ণ মিশন আশ্রম মন্ডপ সহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।