বন্দর প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার রুজুকৃত মাদক মামলার ৬ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মোস্তাকিম (২৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। গজারিয়া থানার মামলা নং- ১০(১)২৪। গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী মোস্তাকিম বন্দর উপজেলার হাজরাদী চাঁনপুর এলাকার শারজাহান ওরফে শাহজাহান মিয়ার ছেলে। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ পরিদর্শক ( সেকেন্ড অফিসার) খাইরুল বাশারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত আসামী মোস্তাকিমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে সক্ষম হয়।