1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা’র অভিযোগ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার। বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু।

আমাদের অনৈক্যে ফ্যাসিবাদীদের উত্থান: মাওলানা ফেরদাউসুর রহমান।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:আমাদের অনৈক্যের কারণেই ফ্যাসিবাদীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের আন্দোলনে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য পতনের পর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও দেশকে নতুনভাবে গড়ে তোলার সেই স্বপ্ন আজ অনিশ্চয়তায় ঢেকে গেছে। আইন-শৃঙ্খলা বাহিনী, ব্যবসা-বাণিজ্যসহ বাংলাদেশের পুরো কাঠামো এখন নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, এদেশের মানুষ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দিন গুনছে। সবাই আশা করছে, একটি নিরপেক্ষ নির্বাচন হলে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। অথচ এই নির্বাচনের ক্ষেত্রেও গভীর ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। দেশ আজ এক মহা ষড়যন্ত্রের কবলে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জুলাই-আগস্টের আন্দোলনের মতো আবারও জাতীয় ঐক্যে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ফেরদাউসুর রহমান দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। যদি নির্বাচন না হয় বা ব্যর্থ হয়, তাহলে দেশ ও জাতি গভীর সংকটে পতিত হবে। তিনি আরো যোগ করেন, আমরা যারা জুলাইয়ের আন্দোলনে টানা ১৫-১৬ বছর সংগ্রাম করেছি, দুঃখজনক হলেও সত্য আমাদের মধ্যেই আজ অনৈক্যের ফাটল স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাকেন্দ্রিক জোট, স্বার্থকেন্দ্রিক রাজনীতি ও ব্যক্তিগত লোভ-লালসাই এই বিভাজনের মূল কারণ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের যদি হিংসা-বিদ্বেষ দূর করে আবারও ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে ব্যস্ততা ও বিশৃঙ্খলার সুযোগে ফ্যাসিবাদীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে।

শেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের স্বাধীনতা রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আগামী গড়ে তুলতে হলে সব ভেদাভেদ ভুলে, সকল স্বার্থ ভুলে আবারও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park