স্টাফ রিপোর্টারঃ সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় অসামাজিক কার্য্যকলাপের অভিযোগে হোটেলের কর্মচারীসহ ৮ জন তরুন তরুনীকে আটক করা হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ শিমরাইল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন সাজেদা হাসপাতালের ভিতরে রিভারভিউ আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো-পূজা (২০), লিজা আক্তার (২২), নূর নাহার (২০), শাহীন (৩০), রাহাদ (২৮), শাহীন (৩২), নয়ন (৩০) এবং রাজন মিয়া (২২)।
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) শাহীনূর আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরেই সিদ্ধিরগঞ্জের শিমরাইল বাসস্ট্যান্ড সংলগ্ন রিভারভিউ আবাসিক হোটেলে অসামাজিক কর্মকান্ড চলে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে উক্ত হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৮ জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয় এবং আটককৃতদের প্রচলিত ধারায় আদালতে প্রেরন করা হয়েছে।