নারায়ণগঞ্জে “তারুণ্যের উৎসব” উদযাপন উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি নিজেও রক্ত দেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নিজে রক্তদান করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এরপর একে একে জেলা পুলিশের সদস্য, সরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীরা রক্তদান কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “রক্তদান মানবতার সর্বোচ্চ রূপ। যারা রক্ত দিয়েছেন তারাই জানেন এর মধ্যে কতটা তৃপ্তি ও স্বার্থকতা রয়েছে। অনেক রোগী আছেন যাদের রক্ত প্রয়োজন অথচ সামর্থ্য নেই। এমন মানুষের পাশে দাঁড়াতেই কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের মতো সংগঠন কাজ করছে। আমরা চাই, সবাই এই মানবিক উদ্যোগের অংশ হোক।”
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “রক্তদানের মাধ্যমে একটি জীবন রক্ষা করা সম্ভব। একসময় রক্তের অভাবে মানুষ মারা যেত। এখন আমাদের মাঝে মানবিক মূল্যবোধ তৈরি হয়েছে, আমরা দুঃসময়েও মানুষকে সাহায্য করতে পিছপা হই না। এ আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা।”
নারায়ণগঞ্জ জেলা কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়কারী মিজানুর রহমান বলেন, “ডিসি স্যারের আন্তরিক সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে। তরুণ সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ।”
কর্মসূচিটি জেলা প্রশাসনের আয়োজনে এবং কোয়ান্টাম ফাউন্ডেশন ও বাঁধনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।