1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু। কিছু, বিচ্ছিন্ন ঘটনা,ছাড়া শারদীয় দুর্গোৎসব ভালোভাবেই হচ্ছে, ব়্যাবের ডিজি-একেএম শহীদুর রহমান। বন্দরে চাইনিজ দাসহ ডাকাত দলের সদস্য অন্তু গ্রেপ্তার।

অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ে তুলবো-এড.সাখাওয়াত।

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল অন্যায়, চাঁদাবাজি, দুর্নীতি, ভূমিদস্যু, সন্ত্রাস, মাদক ও অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ে তুলবো।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিশন পাড়া এলাকায় সদর থানা বিএনপির আয়োজনকৃত বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। র‍্যালিটি মিশন পাড়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাখাওয়াত হোসেন খান বলেন, “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নারায়ণগঞ্জের জনগণকে বিএনপির পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হয়ে, আগামী নির্বাচনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। তারেক রহমানের ওপর আস্থা রাখলে তিনি দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করবেন এবং দুর্নীতি, অপশাসন দূর করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন।”

তিনি আরও বলেন, “আজকের দিনে তারেক রহমান ও বিএনপিকে নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তবে দেশের মানুষ কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। বিএনপি জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।”

র‍্যালিতে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান সঞ্চালনা করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ সদর থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park