1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা’র অভিযোগ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার। বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু।

নাসিকে’র সাড়ে ৯৬ কোটি টাকার বাজেট ঘোষনা করলেন-প্রশাসক কামরুজ্জামান।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সন্মেলন কক্ষে গতকাল ২৮ আগস্ট সকালে নগর উন্নয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোঘনা হয়।সিটি কর্পোরেশন প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান ঘোষিত বাজেটে ৯৬ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ১৯ টাকা উদ্ধৃত দেখানো হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক (অতিরিক্ত সচিব) এ এইচ এম কামরুজ্জামান।অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সচিব মো: নূর কুতুবুল আলম উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন সিটি কর্পোরেশনের মাসদাইর কবরস্হান মসজিদের খতিব মুফতি হাফেজ ইকরাম হোসাইন, গীতা পাঠ করেন দেওভোগ লক্ষী নারায়ণ আখড়ার প্রদীপ চক্রবর্তী।

বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন,নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক,আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দীন, সাধারন সম্পাদক নাসির উদ্দিন মন্টু,বিএনপির নেতা মাসুদ চৌধুরী,জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মাঈনুদ্দীন আহমদ, আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন নেতা মুফতি মাসুম বিল্লাহ,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরন বিশ্বাস,সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো- অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান মাজহারুল ইসলাম জোসেফ,সাংবাদিক আবুল হোসেন,আবু সাঈদ কাদেরী, আব্দুস সালাম (খোকন), সাংস্কৃতিক কর্মী মনি শাপন্ত প্রমুখ সিটি কর্পোরেশনের প্রশাসককে প্রশ্ন করে বক্তব্য রাখেন।

নাসিক প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান বলেন, নগরীর রেলস্টেশন,বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনালের সমন্ময়ে মাল্টিমোডাল হাব নির্মানের সম্ভ্যব্যতার সমীক্ষা চলছে।আধুনিক গন পরিবহন ব্যবস্হা চালু করার পরিকল্পনা রয়েছ। শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে ঢাকা- চট্রগ্রাম ও ঢাকা- মুন্সীগঞ্জ মহাসড়কের সাথে সংযোগ স্হাপনকারী সড়ক নির্মান করা হবে।

নাসিক প্রশাসক কামরুজ্জামান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অঞ্চলের পাঁচ নম্বর ঘাট এলাকার নিকট কদম রসুল সেতুর নির্মান কাজ শুরু হয়েছে। অবকাঠামো উন্নয়ন, সড়ক এবং ৩৫ কিলোমিটার ড্রেন নির্মান ও পুনঃ নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে।ফলে জলাবদ্ধতা নিরসন হবে। বর্জ্য ব্যবস্হাপনার আধুনিকায়ন করতে জালকুড়ি এলাকায় স্হায়ী ডাম্পিং গ্রাউন্ড নির্মান কাজ শেষ হয়েছে।কদম রসুল অংশের বর্জ্য ব্যবস্হাপনার জন্য ভূমি অধিগ্রহন খাতে জেলা প্রশাসক বরাবর দুইশ ৩৪ কোটি টাকা জমা দেয়া হয়েছে।এছাড়া বর্জ্য ব্যবস্হাপনা ও পয়:নিস্কাশনে গত অর্থ বছরে ১৫ কোটি ২৭ লক্ষ ৮৭ হাজার সাতশ চার টাক ব্যয় এবং চলতি অর্থ বছরে ৫০/কোটি ৮৩ লক্ষ ৩৮ হাজার পাঁচশ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রশাসক কামরুজ্জামান বলেন,নগরীতে ই- ট্র্যাকিং এর মাধ্যমে টিকা কার্যক্রম শুরু হয়েছে।৩৪ হাজার কিশোরীকে জরায়ু মুখের টিকা দেয়া হয়েছে।দুই লক্ষ ১৪ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস’ র আওতায় নেয়া হয়েছে।এছাড়া দুইটি নগর স্বাস্হ্যকেন্দ্রে ও একটি মাতৃসদনে নিয়মিত চিকিৎসা সেবা চলমান রয়েছে। দেওভোগে নগর স্বাস্হ্যকেন্দ্রে কিডনী ডায়ালাইসিস সেন্টার চালু রয়েছে।১৬ টি ওয়ার্ডে দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত দুঃস্হ ব্যক্তিদের প্যালিয়েটিভ সেবা ও মানবিক সাহায্য প্রদান করা হচ্ছে।শিক্ষা ব্যবস্হার উন্নয়নে ইতমধ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কলরব কিন্ডার গার্টেন স্কুলে পাঠদান শুরু এবং নব নির্মিত অপরাজিতা নগর বিদ্যালয়ে ২০২৬ সালের জানুয়ারীতে পাঠদান শুরু হবে।এছাড়া কদম শরীফ নগর বিদ্যালয়ের নির্মান কাজ চলমান রয়েছে।

কামরুজ্জামান বলেন, মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রনে ২৭ টি ওয়ার্ডে ১৫৫ জন কর্মী ২৭ ফগার মেশিন ও একশ ৭০ টি হ্যান্ডস্প্রে মেশিনের মাধ্যমে কাজ করা হচ্ছে। এক বছরে দুই কোটি ১৩ লক্ষ ৪১ হাজার ছয়শ ৫৮ টাকা ব্যয় হয়েছে।চলতি বাজেটে তিন কোটি ৪৬ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিবেশ দূষন নিয়ন্ত্রনে ,সড়ক বাতি উন্নয়ন ও যানজট নিরসন,দূর্যোগ ব্যবস্হাপনা ও জরুরী ত্রান ব্যবস্হা এবং তথ্য – প্রযুক্তি নির্ভর নাগরিক সুবিধাদি ও সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রনয়ণ করা হয়েছে।বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্হার উন্নীত করনে তিনশ কিলোমিটার বিতরন ও ২০ কিলোমিটার সঞ্চালন পাইপ লাইন স্হাপন করার কাজ চলমান।

প্রশাসক বলেন,চলতি অর্থ বছরে রাজস্ব ও উন্নয়নসহ মোট সাতাশ ৭৫ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার একশ ৫৮ টাকার বাজেট ঘোষনা করা হলো। তন্মধ্যে রাজস্ব ও উন্নয়ন খাতে সাতশ ৭৭ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার একশ ৫৮ টাকা আয় হবে।আর ছয়শ ৭৮ কোটি ৯৩ লক্ষ ৫৭ হাজার একশ ৩৮ টাকা ব্যয় হবে।বছর শেষে ৯৬ কোটি ৪০ লক্ষ ২১ হাজার ১৯ টাকা উদ্বৃত্ত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park