ব্রাক্ষণবাড়িয়া সংবাদাতাঃ ব্রাক্ষণবাড়িয়া জেলা, নবীনগর উপজেলা, বিটঘর গ্রামের বাসিন্দা সমাজসেবক আব্দুল হামিদ নাবু মোল্লা সাহেব পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। শনিবার সকালে ৯:৫৫মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করেন।
পরিবার ও স্বজনরা বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন। এসময় সবার মুখে ছিল দোয়া ও শুভ কামনা। আব্দুল হামিদ নাবু মোল্লা সাহেব সকলের নিকট দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থভাবে ইবাদত সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরতে পারেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন যাবৎ এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং ওমরাহ পালনের এই সুযোগকে তিনি জীবনের একটি গুরুত্বপূর্ণ আত্মিক উপলব্ধি হিসেবে দেখছেন।
পরিবারের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসীর নিকট তাঁর জন্য দোয়া কামনা করা হয়েছে।