মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ নবীনগরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নরসিংদীর দুই কনস্টেবল সজীব ও আরিফ লালচাঁনের বিরুদ্ধে নৌ-পুলিশ তদন্ত শুরু করেছে। তারা গত ১৭ আগস্ট চরলাপাং সংলগ্ন মেঘনা নদীতে বালু ও পাথরবাহী নৌযান থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে অভিযুক্ত।
ঢাকা অঞ্চল নৌ-পুলিশের বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবু মো. দিলায়র হাসান ইনাম জানান, অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
নবীনগর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম নুর আজ্জম বলেন,“আইনশৃঙ্খলা বাহিনীর নামে চাঁদাবাজি অগ্রহণযোগ্য। দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।