1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু। কিছু, বিচ্ছিন্ন ঘটনা,ছাড়া শারদীয় দুর্গোৎসব ভালোভাবেই হচ্ছে, ব়্যাবের ডিজি-একেএম শহীদুর রহমান। বন্দরে চাইনিজ দাসহ ডাকাত দলের সদস্য অন্তু গ্রেপ্তার।

প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ (৩ অক্টোবর) শুক্রবার নারায়ণগঞ্জের কেন্দ্রীয় রেলস্টেশনে ভিন্ন এক আয়োজনের মধ্য দিয়ে পথশিশুদের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু-আল ইউসুফ খান টিপু। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ান এবং তাদের পড়ালেখা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। একজন বড় মাপের রাজনীতিবিদ হয়েও তিনি হিংসা-বিদ্বেষ ভুলে সবার সাথে সমতা ও মানবিকতায় মিশে অন্য এক উদাহরণ তৈরি করছেন।

সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত পেশার কাজের মধ্যেও যেন এক মহা-নায়ক হিসেবেই তার আবির্ভাব ঘটে। তার প্রতিটি মুহূর্তের চিন্তায় থাকে কিভাবে মানুষের সেবা করা যায়। আল্লাহর অশেষ রহমতে তিনি যেন একটি ক্লান্তিহীন জীবন পেয়েছেন।

দিনের শুরুতে তিনি কোর্টে একজন আইনজীবী হিসেবে কাজ করলেও মানুষের সেবার মানসিকতা সর্বক্ষণ লালন করেন। রাজনীতির পাশাপাশি অসুস্থ ও অসহায় মানুষের খোঁজ নিতে তিনি নিজে ছুটে যান যেকোনো সময় সকাল কিংবা গভীর রাতে। অসহায় কেউ তার কাছে খালি হাতে ফেরে না, নিজের সামর্থ্য অনুযায়ী সবটুকুই দিয়ে পাশে দাঁড়ান। মৃত্যু সংবাদ পেলেই জানাজায় উপস্থিত হওয়া তার অভ্যাস।

খাবার বিতরণ শেষে এডভোকেট টিপু দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমি যেন প্রতিদিন এইভাবেই পথশিশুদের মাঝে খাবার খাওয়াতে পারি, শুধু জুম্মার দিনে নয়। তাদের সুন্দরভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে আমি আমার সাধ্যের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরা যাতে সমাজে অবহেলার পাত্র না হয় এবং সম্মানের সাথে বসবাস করতে পারে, সেটাই আমার প্রত্যাশা।

তিনি সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি সবাই পথশিশুদের জন্য এগিয়ে আসে, তবে তারা অবহেলায় পড়ে থাকবে না। আমাদের সমাজে অনেক খাবার অপচয় হয়। সেই অপচয় না করে যদি পথশিশুদের পাশে দাঁড়ানো যায়, তবে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, মাদকাসক্ত হবে না, চুরি-ডাকাতির মতো কাজে জড়াবে না। তাদের জন্য করার মতো অসংখ্য কাজ আছে।

একইসাথে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান। আগামীর ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমান যেন ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারেন এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন, এ কামনা করেন। এছাড়াও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া চান তিনি যেন জান্নাতবাসী হন।

এ সময় উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাবুদ্দিন, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হাসেম, ১২নং ওয়ার্ড বিএনপির নেতা মাহাবুব হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, গার্মেন্টস শ্রমিক দলের নেতা মোঃ মনির মিয়া এবং ১৩নং ওয়ার্ড বিএনপির মোঃ মাসুদ খান ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park