স্টাফ রিপোর্টারঃ নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদানদেন জাকির খান।
সোমবার ( ২৯ সেপ্টেম্বর ) সন্ধ্যার পর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জননেতা জাকির খানের নেতৃত্বে বিভিন্ন পূজা মন্ডপে এ অনুদান দেওয়া হয়।
প্রথমে দেওভোগ নাগবাড়ি মন্দির থেকে শুরু করে দেওভোগ জিউস পুকুর সংলগ্ন মন্দির, দেওভোগ আখড়া, পালপাড়া, আমলাপাড়া, টানবাজার, নিতাইগঞ্জ সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ও নগদ অর্থ উপহার প্রদান করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, সলিমুল্লাহ করিম সেলিম, দিদার খন্দকার, টিটু, নাজির প্রধান, যুবদল নেতা আক্তার, জাসাস নেতা সনেট, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া, ছাত্র দল নেতা রাকিব হাসান রাজ সহ অসংখ্য নেতৃবৃন্দ।