স্টাফ রিপোর্টার: তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮শে সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর সভা কক্ষে মানবতার কল্যাণে নিবেদিত নারায়ণগঞ্জ জেলা হেযবুত তওহীদ এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসময় সংগঠনটি ইসলামের মৌলিক বিষয়াবলী ও তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন ভূমিকার বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদ নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার দিপা ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোহাগ মীর সহ বিভিন্ন নেতৃবৃন্দ।