1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা’র অভিযোগ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার। বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু।

নারায়ণগঞ্জে সড়ক দখলমুক্ত করতে বিএনপি নেতা টিপুর অভিযান বৃদ্ধি পেল চাষাড়ায় উচ্ছেদ অভিযান ও স্থানীয় প্রত্যাশা।

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জে সড়ক-ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান (টিপু) নেতৃত্বে সম্প্রতি এক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শুক্রবার, ২৬ সেপ্টেম্বর বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় সংগঠনটি স্থানীয়ভাবে রাস্তা দখল করে বসা হকারদের সরানোর উদ্যোগ নিয়েছে এবং অভিযানটি জনজীবনে স্বচ্ছতা ও যানজট কমানোর প্রত্যয়ে পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্বদানকারী টিপু বলেন, আমরা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই ফুটপাত মুক্ত করার দিকটি গুরুত্ব দিয়ে আসছি। মানুষ যদি ফুটপাতে বসে ব্যবসা চালায়, তাতে সমস্যা নেই কিন্তু রাস্তায় ভ্যানগাড়ি বা দোকান বসালে চলাচলে বিঘ্ন ঘটে, যানজট সৃষ্টি হয় এবং সাধারণ জনহিত ক্ষতিগ্রস্থ হয়। বিশেষ করে ধর্মীয় উৎসবের সময় আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দূর্গাপূজার কারণে আমরা চাই না রাস্তায় যানজট ও ভোগান্তি ও বৃদ্ধি পাক। তিনি জোর দিয়ে বলেছেন, “রাস্তায় কোনো ভ্যানগাড়ি থাকবে না ফুটপাতে একপাশে তারা বসুক, যাতে পথচারী, জরুরি সেবা ও স্থানীয় জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে।

টিপু আরও যোগ করেছেন, এখানে আমাদের উদ্দেশ্য হোক মানুষদের জীবন-জীবিকার বিরুদ্ধে না গিয়ে, বরং তাদের জন্য নিরাপদ ও সুব্যবস্থিত বিকল্প ব্যবস্থা নিশ্চয়তা করা। আমরা তাদের পেটে লাথি খাওয়াতে চাই না তাই হকারদের সাথে কথা বলে সমন্বিতভাবে স্থানে বসার ব্যবস্থা করা হবে। তবে যারা নিয়মিত রাস্তায় ভ্যান রাখে বা রাস্তার মধ্যভাগ দখল করে, সে ধরনের অনিয়ম আমরা বন্ধ করব কারণ এতে মা-বোনেরা ও বৃদ্ধদের দুর্ভোগ বাড়ে এবং চুরি-ছিনতাইয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে।

অভিযানের সময় কয়েকজন হকার এবং স্থানীয় মানুষকারাও তাদের বক্তব্য জানান; অনেকে বলেন তারা রোজগারের জন্য প্রতিদিনই সেই জায়গায় বসেন এবং বিকল্প স্থান না পেলে সমস্যার সম্মুখীন হবেন। এক হকার বলেন, আমাদেরও সংসার, বাচ্চাদের খাওয়ানো-দাওয়া আছে তবে আমরা যদি ফুটপাতে একপাশে বসতে পারি এবং প্রশাসন কিছু সহায়তা করে তবে বুঝে শুনে কাজ করা যাবে।” স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, রাস্তায় যানজট কমাতে এধরণের অভিযান দরকার। বিশেষ করে উৎসবের সময় নৌকা-তরবার মতো না হয়, তখন এ রকম উদ্যোগ মানুষের জন্য সহায়ক।

টিপু জানিয়েছেন যে এই অভিযানের কারণে কোনও ধরনের কড়াকড়ি বা কঠোরতা নয় বরং একটি সুশৃঙ্খল ও ভদ্র রুদ্ধকাঠামো বা মাইক্রো-সমাধান তৈরির চেষ্টা চলছে যাতে ব্যবসায়ীরা নিজেরা যাতে ফুটপাতেই একপাশে বসতে রাজি হন এবং রাস্তায় যানজট না হয়। তিনি আশা প্রকাশ করেছেন যে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষ মিলে একটি টেকসই সমাধান বের করতে পারবে। তদুপরি, তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর এবং অসহায় হকারদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

চাষাঢ়ার ওই অংশে অভিযানের প্রভাব ইতোমধ্যে দেখা গেছে নগরীর চলাচল কিছুটা সহজতর হয়েছে এবং পথচারীদের পথ প্রশস্ত হয়েছে বলেও স্থানীয়রা উল্লেখ করেছেন। তবে কুর্ণিশ এবং সমাধান দুটোই একসাথে চাওয়া হচ্ছে: ব্যবসায়ীদের জীবিকা রক্ষা ও জনগণের চলাচলের নিরাপত্তা নিশ্চিত উভয়েরই ভারসাম্য রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলোর দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park