1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু। কিছু, বিচ্ছিন্ন ঘটনা,ছাড়া শারদীয় দুর্গোৎসব ভালোভাবেই হচ্ছে, ব়্যাবের ডিজি-একেএম শহীদুর রহমান। বন্দরে চাইনিজ দাসহ ডাকাত দলের সদস্য অন্তু গ্রেপ্তার।

বসন্তের কোকিল বসন্তেই মানায়, শিল্পপতি মাসুদুজ্জামান বিএনপিতে যোগদানে তৃনমূলে ক্ষোভ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বসন্তের কোকিল বসন্তেই মানায়। বার্তমান বাংলাদেশে সুবিধাবাদী ও সুবিধাভোগিদের খপ্পরে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)তে ত্যাগিরা কোনঠাসা হয়ে পরেছে বলে দাবী তৃনমূল কর্মীদের। দলের দুঃসময়ে রাজপথে দেখা মেলেনি শিল্পপতিদের। রাজপথে লড়াই করে রক্ত দিয়ে তৃণমূল নেতাকর্মীরা ফ্যাসিবাদকে বিতাড়িত করার পর এখন বিএনপিতে ভিড়তে শুরু করেছেন সুসময়ের কোকিলেরা।
আজ সোমবার বিএনপি’র সদস্য ফরম সংগ্রহের মাধ্যমে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। এই যোগদানের মাধ্যমে তিনি আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশা করছেন।
এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) একটি চিঠিতে বিএনপিতে মাসুদুজ্জামানের যোগদানের অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হয়।
তৃনমূল কর্মীরা জানান, বিগত আওয়ামী লীগের আমলে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে কোথাও মাঠে দেখা যায়নি মাসুদুজ্জামানকে। ছিলেন পুরোদস্তুর ব্যাবসায়ী। এর মাঝে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতিও হয়েছিলেন তিনি। মাসুদুজ্জামানের ক্ষমতাশীল সৈরাচার সরকারের সাথে সক্ষতা ছিলো চোখে পড়ার মত।
আরো জানাযায়, পাঁচ আগষ্টের পর রাজনীতির মাঠে নামেন মাসুদুজ্জামান। অর্থের প্রভাবে ইতোমধ্যে বিশাল বলয় তৈরি করেছেন তিনি। তবে মাসুদের রাজনীতিতে আসাকে ইতিবাচক দেখলেও তার মনোনয়নের প্রত্যাশাকে ভালোভাবে দেখছে না বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা।
এদিকে শিল্পপতি মডেল মাসুদের বিএনপিতে যোগদানের খবরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপিতে।
২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর বিএনপির নেতাকর্মীদের দুঃসময়ের অবসান ঘটে। সেই সাথে আগমন ঘটে কিছু হাইব্রিড সুবিধাবাদী নেতাকর্মীদের যাদের গত ১৭ বছর দেখা যায়নি। এরা উড়ে এসে জুড়ে বসতে চাইছেন, বিভিন্ন মিটিং মিছিলে সামনের সারিতে জায়গা নিচ্ছেন।
বিএনপি’র তৃণমূল মনে করে, দুঃসময়ে যারা বিএনপির ঝান্ডা ধরেছিলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, সুসময় তাদেরকেই মূল্যায়ন করতে হবে। কোন অতিথি পাখিকে তারা মেনে নেবেন না বিএনপির হাই কমান্ডের কাছে তাদের প্রত্যাশা।
নারায়ণগঞ্জ বিএনপিতে দীর্ঘদিন যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হতাশ করে দিয়ে ৫ আগস্টের পর থেকে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ ওরফে মডেল মাসুদ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন চাইছেন। এ লক্ষ্যে তিনি ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অতি সম্প্রতি তিনি বিশাল আয়োজন করে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বিএনপিতে যোগদান করেন যা দেখে তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
তৃণমূল মনে করে বিএনপির গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে একদিনের জন্যও রাজপথে দেখা যায়নি মডেল মাসুদকে। বরং সে সময়ে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সভা সমাবেশে প্রায়ই দেখা মিলেছে তার। দুঃসময়ের আন্দোলন সংগ্রামে যখন সারা দেশে বিএনপি’র নেতাকর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছে তখন মাসুদুজ্জামান মাসুদ পুরোপুরি ব্যবসায়ী মেজাজে আওয়ামী লীগ নেতাদের সাথে পাল্লা দিয়ে সমান তালে ব্যবসা করেছেন, কামিয়েছেন কোটি কোটি টাকা।
গত ১৫ বছরে সরকার বিরোধী আন্দোলনের মিটিং মিছিলে একবারের জন্যও দেখা মিলেনি মডেল মাসুদের। সারাদেশে বিএনপি’র নেতাকর্মীরা সরকারের মামলা হামলায় জর্জরিত হলেও মডেল মাসুদকে কোনদিন পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বিরক্ত করেনি। দলের দুঃসময় কেটে যাওয়ায় মঞ্চে আবির্ভূত হয়েছেন এই ব্যবসায়ী। আওয়ামী লীগের আমলে কামানো কোটি কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন মনোনয়ন কেনার প্রতিযোগিতায়।
তবে নারায়ণগঞ্জ-৫ আসনের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, বিগত দিনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তাদেরকেই দলীয় মনোনয়ন দিতে হবে। যারা আওয়ামী লীগ আমলে মামলা হামলা খায়নি, আওয়ামী লীগ নেতাদের সাথে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য করেছেন আর মোটা টাকার মালিক হয়েছেন, তাদেরকে মনোনয়ন দেয়া হলে তারা মানবেন না। এবারের দলীয় মনোনয়ন যাতে টাকায় বিক্রি না হয় সেদিকে লক্ষ্য রাখতে দলের হাই কমান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park