স্টাফ রিপোর্টারঃ মাদক সন্ত্রাস চাদাবাঁজ ও জমিয়তের কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। শনিবার ( ২০ সেপ্টেম্বর ) বিকেলে কাশিপুর ভোলাইল আলীপাড়া মসজিদ সংলগ্ন মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাশিপুর ইউনিয়ন এর আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, যদি কোন মাদক ব্যবসায়ী আপনাদেরকে ভয় দেখায় সে ভয়ে কি আপনারা ঘরে লুকিয়ে থাকবেন, যে দুর্গম এলাকা পুলিশ এখানে আস্তে আস্তে সব কারবার শেষ হয়ে যাবে। এসপির কাছে ওসির কাছে নাম দিয়েছিলাম যারা মাদক ব্যবসা করে চাঁদাবাজি করে টেন্ডারি করে তাতেও আমরা কোন প্রতিকার পাইনি। ডিসিকে একধিকবার বলার পর তথ্য দেওয়ার পর ও কোনো কাজ হয়না।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আমাদের কোনো পুলিশ, কোনো র্যাব, আর্মি লাগবেনা আমি বিশ্বাস করি আমরা যদি প্রতিবাদী ভাষায় কন্ঠ উচ্চারণ করি, আমরা যদি মহল্লা ভিত্তিক ঘোষণা দেই যে আমার মহল্লায় কোন মাদক ব্যবসায়ীকে থাকতে দিবো না কোনো টেন্ডার চাঁদাবাজকে থাকতে দিবোনা এই ঘোষণা দিলে কোনো মাদক কারবারি এলাকায় থাকতে পারবে না। আমি আপনাদের কাছে ঘোষণা দিচ্ছি আপনারা পুলিশের কাছে ফোন না দিয়ে জমিয়তের নেতৃবৃন্দের নাম্বার আপনারা মনে রাখবেন আপনারা ফোন দিবেন, আপনারা আমাদের গভীর রাতে ফোন দিলে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো। কোনো মাদক কারবারি কোনো চাঁদাবাজ কে আমরা ভয় পাই না জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম আব্বাস এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, ফতুল্লা থানা সহ-সভাপতি মুফতী আলাউদ্দিন ফরাজী, যুগ্ন সাধারণ সম্পাদক মুফতী মোস্তাফিজুর রহমান, পশ্চিম ভোলাইল জামে মসজিদের ইমাম মুফতী আবদুল আহাদ, জমিয়ত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শেখ হীরা ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ।