1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু। কিছু, বিচ্ছিন্ন ঘটনা,ছাড়া শারদীয় দুর্গোৎসব ভালোভাবেই হচ্ছে, ব়্যাবের ডিজি-একেএম শহীদুর রহমান। বন্দরে চাইনিজ দাসহ ডাকাত দলের সদস্য অন্তু গ্রেপ্তার।

প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর গ্যাং লিডার ও তালিকাভুক্ত দূর্ধর্ষ সন্ত্রাসী ইভান নিহত।

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্থানীয় কিশোর গ্যাং লিডার ও আইন শৃংখলাবাহিনীর তালিকাভুক্ত দূর্ধর্ষ সন্ত্রাসী নাহিয়ান আজম ইভান (২৫) নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের কাছাকাছি স্থানে ইভানকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইভান সদর উপজেলার ফতুল্লা থানাধীন ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার জামাই বাবুর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইভানের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব প্রদান সহ বিভিন্ন সন্ত্রাসি কর্মকান্ডের অভিযোগে ফতুল্লা থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ইয়াবা রাখার অভিযোগে ২০২০ সালের ৪ ডিসেম্বর দুই সহযোগীসহ ইভানকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। এরপর চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার অভিযোগে ২০২২ সালের ১১ মার্চ ৮ সহযোগী ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ফের গ্রেফতার হন ইভান।

২০২২ সালের ১৯ মে আবারও ইভানকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। সবশেষ ২০২৩ সালের ১৩ ডিসেম্বর ৫ সহযোগীসহ ইভানকে গ্রেফতার করে র‍্যাব।

এলাকাবাসী জানায়, ইভান জাতীয় পার্টি থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত।

ইভানের সাথে ইসদাইর রেললাইন বস্তির পাগলা সাইফুল, তার মেজো ভাই বাবু ও ছোট ভাই সফিকুল ইসলামের সাথে মাদক ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এসব বিষয়ে তাদের মধ্যে একাধিককবার মারধরের ঘটনা ঘটে।

সর্বশেষ এক মাস আগে চোর আখ্যা দিয়ে পাগলা সাইফুল ও তার দুই সহযোগীকে এলোপাতাড়ি মারধর করেন ইভান। এ ঘটনার পর প্রতিশোধ নেয়ার জন্য বেপরোয়া হয়ে উঠে পাগলা সাইফুল ও তার সহযোগীরা।

ইভান হত্যার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ছেলে হত্যার বিচার দাবি করে নিহত ইভানের বাবা জামাই বাবু বলেন, ‘আমার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসি চাই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনেন সেই দাবি করছি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park