1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা’র অভিযোগ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার। বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু।

নারায়ণগঞ্জে মেট্রোরেল চান সর্বদলীয় নেতারা।

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জে এমআরটি-২ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে সংযুক্ত করার দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও সমাজিক সংগঠনের নেতারা মানববন্ধনে অংশ নেন।

রোববার (৭ সেপ্টেম্বর) ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের সমন্বয়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় মানববন্ধনে অংশ নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, গডফাদার ফ্যাসিস্টরা এখন নেই।

তাদের প্রেতাত্মারা যদি থেকে থাকেন, আপনারা যদি নারায়ণগঞ্জের উন্নয়ন বাধাগ্রস্ত করেন তাহলে নারায়ণগঞ্জবাসী বসে থাকবে না৷ আমরা এর দাঁতভাঙা জবাব দেবো। নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ জেলা এ জেলার রাজস্ব অন্য জেলা থেকে অনেক বেশি।
তবুও নারায়ণগঞ্জবাসীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রয়োজনে আমরা ঢাকার উদ্দ্যেশে লংমার্চ করবো, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবো।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব জানান, নারায়ণগঞ্জকে মেট্রোরেলের আওতায় আনতে হবে। এটা কোনো রাজনৈতিক দলের নয়, নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবি। আমরা অনলাইনে সোচ্চার ছিলাম। অনলাইন প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ। গণসংহতি আন্দোলন সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেছেন। তাদের ধন্যবাদ জানাই। এই দাবি আদায়ের জন্য রাজনৈতিক নেতারা যা যা করা প্রয়োজন তা করবেন।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার বলেন, মেট্রোরেলের সুযোগ থেকে নারায়ণগঞ্জবাসী বঞ্চিত হলে এটা আমরা মানতে পারি না। খোরশেদ ভাই আমাদের একত্র করেছেন। নারায়ণগঞ্জের মানুষের এ সু ব্যবস্থার জন্য এমআরটি ২ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জকে আনার জন্য যা করার প্রয়োজন আমরা তাই করবো। এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, এটি গণদাবি।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন পন্টি বলেন, দাবি আদায়ে মাঠে না নামলে তা আদায় হয় না। এটা বাংলাদেশের কালচার। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা নাকি লাভজনক না। তারা ঢাকায় বসে কলমের খোঁচায় নারায়ণগঞ্জকে বাদ দিয়ে দিলেন। অথচ এ মেট্রোরেল যে করা হবে এটা আমাদের জনগণের টাকায় করবেন। মেট্রোরেল কোথাও লাভজনক নয়, এটি সারা বিশ্বেই সেবাদানকারী। আমি আহ্বান জানাবো আপনারা এগ্রেসিভ কর্মসূচি দিন। নারায়ণগঞ্জকে রক্ষার জন্য আমাদের হরতাল অবরোধের মত কর্মসূচি দিতে হবে। এ সরকার ভালোভাবে কথা বললে শোনে না।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, মেট্রোরেলের দাবি কোনো দল মতের নয়৷ এটি আপামর জনগণের দাবি। কোনো ব্যক্তি স্বার্থে যদি এটা করতে চান তাহলে আমরা নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেবো।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, এ মেট্রোরেল নারায়ণগঞ্জ পর্যন্ত বর্ধিত করতে হবে। যেকোন মূল্যে এমআরটি ২ প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করতে হবে। আমাদের লড়াই চলবে যতক্ষণ এমআরটি ২ নারায়ণগঞ্জের সঙ্গে যুক্ত না হবে। আমরা সুস্থ, নিরাপদ ও ভয়হীন নারায়ণগঞ্জের জন্য লড়াই করছি। নাগরিকদের ঐক্যই নারায়ণগঞ্জবাসীর শক্তি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওমানা মাঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলা গণ সংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park