স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও মাদকসহ ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। (৫ সেপ্টেম্বর) শুক্রবার সকালে উপজেলার মাছিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের মেজর ইরতিজা,রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) হুমায়ন কবিরসহ অন্যান্য অফিসারবৃন্দ।
সুত্রমতে,শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের একটি দল ও রূপগঞ্জ থানা পুলিশের একটি টিম যৌথভাবে মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় রুপগঞ্জ থানার পৃথক স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৫ সন্ত্রাসীকে গ্রেফতারসহ ১ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা,৬ বোতল ফেন্সিডিল,৯পিছ ইয়াবা,২২কেজি ৫শ গ্রাম গাঁজা,মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৩শ ৭০ টাকাসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও উদ্ধার করা হয় । এদিকে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ছাব্বির ও মামুন নামে আরো দুই সন্ত্রাসী।
ধৃতরা হচ্ছে রুপগঞ্জ মাছিমপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে রমজান মোল্লা (৩৫), একই থানার পাড়াগাও এলাকার আবদুল মান্নানের ছেলে মোঃ সবুজ মিয়া (২৬),ছোনাব এলাকার ফারুক মমিয়ার ছেলে মেহেদী হাসান (২৫), ব্রাক্ষ্রনগাও এলাকার আজিজুলের ছেলে এনামুল হক(১৫) ভায়েলা এলাকার খোকন মিয়ার ছেলে সুমন মিয়া (২৪)।
পুলিশ জানায়,দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা রূপগঞ্জের বিভিন্ন স্থানে, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, জোরপূর্বক অবৈধভাবে জমি দখল, বালু ভরাট সহ মাদক ব্যবসায়ের সাথে সম্পৃক্ত রয়েছে। এদের সকলের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে।
পরে গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক উপাদানাবলী আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে