মাসুম মির্জা জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণ বাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে ইসলাম
র্মের প্রবর্তক হযরত মুহাম্মদ(স)এর ১৫০০তম জন্মবর্ষ উপলক্ষে পবিত্র ইদ এ মিলাদুন্নবী(স) উদযাপন করা হয়।
গতকাল শুক্রবার(৫/৯) শিবপুর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামায়তের উদ্যোগে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আছর অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র ইদ এ মিলাদুন্নবী (স) উদযাপন উপলক্ষে জশনে জুলুসে অংশগ্রহণ করে। জুলুস শেষে শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় নবীজীর জীবনাচরণ করা হয় এবং হযরত মোহাম্মদ(স)এর জীবনাদর্শে নিজের জীবনকে গড়ে তুলার উপর গুরুত্বারোপ করা হয়।
মাওলানা হামিদুল হক ওয়ারুকী'র সভাপতিত্বে মাওলানা মেরাজুল হক এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এনামূল হক কুতুবী।
এসময় উপস্থিত ছিলেন প্রধান মেহমান মাওলানা ইলিয়াস হুজুর, নবীনগর উপজেলার জুলুস উদযাপন কমিটির আহবায়ক হাজী খলিলুর রহমান পীর সাহেব,শিবপুর সূর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের জৈষ্ঠ প্রভাষক আব্দুর নূর,ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রউফ,যুবদলের সাধারণ সম্পাদক শাহীন রেজা,মাওলানা মোশাররফ হোসেন জালালি, মাওলানা আনোয়ার হোসেন, উপজেলার উদযাপন কমিটির সদস্য সচিব ফখরুল ইসলাম শাহ চৌধুরী,
মাওলানা আবু আব্দুল্লাহ,মাওলানা বাছির হুজুর,মেহেদী হাসান,মাওলানা বায়ছে,আব্দুল্লাহ,সজিবুল ইসলাম,মাসুকুল আলমসহ আরও অনেক।