1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা’র অভিযোগ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার। বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু।

প্রশিক্ষণ দিয়েছে আত্মবিশ্বাস, “পোশাক দিয়েছে মর্যাদা সড়ক হবে নিরাপ যাত্রী পাবে সুরক্ষা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় গ্রীন আমব্রেলা উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে পেশাদার গাড়িচালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ পরবর্তী ইউনিফর্ম ও পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএ চেয়ারম্যান জনাব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক তাঁর এধরনের ব্যতিক্রমী উদ্যোগ এর মাধ্যমে সড়ক ব্যবস্থাপনায় বিপ্লবের সূচনা করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিরাপদ সড়ক নিশ্চিতে সকলকে নাগরিকের দায়বদ্ধতা থেকে ভূমিকা রাখার আহবান জানাচ্ছি। আমাদের আর কিছু জানার দরকার নাই। সম্মানিত মুরুব্বি বলেছেন ধারন ক্ষমতা অনুযায়ী রাস্তায় গাড়ি চলার অনুমতি দিতে হবে। আদারওয়াইজ আমি কেন আমার মত দশটা বিআরটিএর লোক আসলেও এই সমস্যা সমাধান করতে পারবেনা। আমি বিশ্বাস করি সকলে মিলে যেই গাড়ির অপারেশন করি সেখানেও কিন্তু আমি মালিক নেতাদের অংশগ্রহণ রাখি। জেলা মিটিং গুলো করি সেই মিটিং ও কিন্তু আমাদের মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকে। আমি চাই মানুষ স্বচ্ছভাবে দেখুক হোয়াট ইজ গোয়িং অন।
তিনি আরও বলেন, আমাদের গাড়ি চলছে এক লাখ বিশ হাজার। সেটা তো আপনারা আমি সবাই জানি। এই গাড়ি রাখার জায়গা নাই। দু সপ্তাহ আগে অনুষ্ঠান করেছিলাম। সেখানে আমাদের হেমায়েত ছিলেন। আমাদেরকে বলছে আমাদের এখানে আরো বাস বাড়ানো দরকার। এই জায়গায় যখন পৌরসভা ছিল তখন মানুষের এত চাহিদার মুখেও আমি ৫০০ এর বেশি ইজি বাইকের অনুমতি দেইনি। তাই এখন চলছে মাত্র সাড়ে আটশ। যদি আরো বাড়াতে হয় তাহলে কিছুদিন পর আমি আপনি গাড়ি ঘোড়া গরু সব একসাথে চলব। অনেক গাড়ির মালিক আছে যাদের একটা মাত্র গাড়ি। যে গাড়ি দিয়ে তার সংসার চলে। তারাও তো সমাজের একটি অংশ। আমরা দু তিনটা জিনিস চিন্তা করেছি। নাম্বার ওয়ান হয়তোবা ভালো লাগবে। নাম্বার ওয়ান হল আমরা বাইরে থেকে গাড়িগুলোকে আমরা আমদানি করার জন্য আমি চেষ্টা করছি। আমরা বর্তমান যে আইনটা আছে ২০১৮ সালের সেটা একটু মডিফিকেশন করে একটা খসড়া দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেছি। আমি মনে করি আমাদের দুটো জিনিস দরকার। আমি একজন খাদেম। কারণ এই ১৬ কোটি মানুষের ট্যাক্সের টাকা আমার বেতন হয়। আমি আপনাদের খাদেম। আপনাদেরকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে। এই দেশটা আমার এবং দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। দেশপ্রেম ঈমানের অঙ্গ এটা আমাদের দেখতে হবে কর্মের মাধ্যমে। ইন্টারন্যাশনাল ড্রাইভার ও ড্রাইভিং কোয়ালিটি আছে তারাও এখানে ড্রাইভিং লাইসেন্স করবে। ৬০ ঘন্টা ট্রেনিং করতে হবে এক্সটেনসিভ ট্রেনিং এবং এই পাঁচ ঘন্টা যে ড্রাইভার সাহেবরা ওখানে অংশগ্রহণ করবেন এই সব ঘন্টার জন্য ১৮ হাজার টাকা করে এক একজনকে দেব। বিআরটিএ পরীক্ষা গ্রহণ করবে এবং লাইসেন্স ইস্যু করবে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, পরিবহন সেক্টর এর মতো এত বড় একটি সেক্টর অবহেলিত রেখে উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয় । এই উদ্যোগ একদিকে যেমন পরিবর্তনশীল ও উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চালকদের দক্ষতা বৃদ্ধি করবে একইসাথে তাদের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ০৪ পরিবারের প্রত্যেকের কাছে ৫ লক্ষ টাকার চেক হস্তানর করেন।এছাড়া জেলা প্রশাসক মহোদয় চালক-হেলপারদের কল্যাণার্থে গ্রিন একাউন্ট নামে একটি কল্যাণ ফান্ড চালু করে প্রাথমিকভাবে ০২ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন এবং সকল বিত্তবানকে শরীক হয়ে একটি নিরাপদ সড়ক গড়ার আহবান জানান ।
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,বিকেএমইএ সভাপতি, চেম্বার কমার্স প্রতিনিধি,সরকারি-বেসরকারি ড্রাইভার ও হেলপার, বাস মালিক সমিতি ,শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, প্রেসক্লাব সভাপতি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park