বন্দর প্রতিনিধি: বন্দরে মেশিনারি ঘর্ষণ থেকে অগ্নিকান্ডের ঘটনায় একটি তুলার গোডাউন পুড়ে গিয়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলাস্থ আলম হোসেনের তুলার গোডাউন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে দুপুর দেড়টায় আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যেক্ষদৃশি সূত্রে জানা গেছে , প্রতিদিনের ন্যায় বুধবার দুপুরে আলম হোসেনের তুলার কারখানায় তুলা উৎপাদন করার সময় মেশিনের ঘর্ষণ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরলে গোডাউন ও তুলাসহ প্রায় আড়ই লাখ টাকা ক্ষতিসাধন হয়।