1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু। কিছু, বিচ্ছিন্ন ঘটনা,ছাড়া শারদীয় দুর্গোৎসব ভালোভাবেই হচ্ছে, ব়্যাবের ডিজি-একেএম শহীদুর রহমান। বন্দরে চাইনিজ দাসহ ডাকাত দলের সদস্য অন্তু গ্রেপ্তার।

সেই ভাইরাল শাকিলার পরকীয়ার বলি স্বামী আলমগীর।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ রূপগঞ্জের নীলা মার্কেটের সেই ভাইরাল হওয়া হাঁসের মাংস বিক্রেতা সেই শাকিলার পরকিয়ার বলি হয়েছেন আলমগীর হোসেন।

স্ত্রী শাকিলার পরকীয়ার প্রমাণ পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে মারধরের শিকার হন এক স্বামী আলমগীর।

পরবর্তীতে অভিমানে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে শাকিলার পরিবার থেকে দাবী করা হলেও নিহত আলমগীর হোসেনের বোন দাবী করেন শাকিলার পরকীয়া প্রেমিক দিপু, ও শাকিলাসহ তার ভাইয়েরা মিলিত হয়ে মারপিট করে আলমগীর হোসেনের মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে।

রবিবার ৩১ আগষ্ট রাতে রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিটের ১৩ নম্বর সেক্টরের বুরুলিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, প্রেমের সম্পর্কের মাধ্যমে পাঁচ বছরপূর্বে আলমগীর হোসেনের সঙ্গে বিয়ে হয় শাকিলার। তবে বিয়ের পর থেকেই নানা অজুহাতে শাকিলা তার ভাইদের দিয়ে আলমগীরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। বিয়ের পর শাকিলা স্থানীয় দিপু নামের এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিলার পরকিয়ার বিভিন্ন ভিডিও ভাইরাল হলে দাম্পত্য কলহ চরমে পর্যায়ে ধারণ করে।

গত রবিবার সকালে আলমগীর তার স্ত্রী শাকিলাকে এ বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে শাকিলা ও তার ভাই শাকিল ও শাকিবকে ডেকে স্বামীকে মারধর করেন।

এক পর্যায়ে আলমগীরের মোটরসাইকেলের কাগজপত্র পুড়িয়ে ফেলেন তারা।

এ ঘটনায় আলমগীর তার স্ত্রীকে মারধর করলে পরকীয়া প্রেমিক দিপুসহ শাকিলা ও তার ভাইয়েরা মিলিত হয়ে আলমগীর কে মারধর করে মুখে কীটনাশক ঢেলে দেয়। এ অবস্থায় মুমূর্ষু আলমগীর কে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর সোমবার সন্ধ্যায় তার নিজ বাড়ি বুরুলিয়ায় দাফন করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park