স্টাফ রিপোর্টারঃ দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার কার্যালয়ে গতকাল প্রতিনিধি সভা ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত এবং সম্পাদক এস এম ইমদাদুল হক মিলনসহ সকল সাংবাদিকদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার বিকালে নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার বার্তা ও বানিজ্যিক কার্যালয়ে সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলনের সভাপতিত্বে সাধারন সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক মো: শরীফ হাসান চিশতী, সহ সম্পাদক এস এম শফিকুল ইসলাম আরজু, নির্বাহী সম্পাদক জহিরুল ইসলাম বিদ্যুৎ, বার্তা সম্পাদক মোঃ আনিসুল হক হীরা, চিফ স্টাফ রিপোর্টার এম রফিকুল্লাহ রিপন, মোঃ মনিরুল ইসলাম মনির, সিনিয়র স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন, মোঃ শাহীন ভান্ডারী, স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন ডালিম, ফটোসাংবাদিক সেন্টু, মনিকা আক্তার, মিনাজুন্নবী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন বলেন, ‘সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন, সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় একটি কার্যকর ও যুগোপযোগী আইন প্রণয়ন আজ সময়ের দাবি। সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়িত হলে গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত হবে, একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা আরও নিরাপদ ও নির্ভীকভাবে কাজ করতে পারবেন। এ সময় আলোচনায় তুলে ধরে আরো বলা হয়, সাংবাদিক সমাজের কল্যাণে প্রণীত এ আইন নিয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইন কার্যকরভাবে বাস্তবায়ন হলে দেশের গণমাধ্যমকর্মীরা পেশাগত ঝুঁকি মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এছাড়াও উপস্থিত সকলের পরামর্শ ক্রমে দৈনিক আজকের নীরবাংলা পত্রিকা কে আধুনিকায়ন ও ব্যপক প্রচারের লক্ষ্যে নতুন ভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত সংবাদকর্মী ব্যতিত দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার সকল পরিচয় পত্র স্থগিত করা হয় এবং আগামী সাতদিনের মধ্যে প্রতিনিধি সভায় উপস্থিত না হওয়ার কারন লিখিত দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের নীরবাংলা পরিবারে মাল্টিমিডিয়া যুক্ত করাসহ বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়ে নতুন সংবাদকর্মী নিয়োগের সিধান্ত নেওয়া হয়।
আলোচনা শেষে মিলাদ ও দোয়ার মোনাজাতে খ্যাতিমান সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকার এবং বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনসহ প্রয়াত সকল সংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থ সকলের জন্য মোনাজাতের মধ্য দিয়ে আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেন। দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: শরীফ হাসান চিশতী‘র মায়ের রুহের মাগফেরাত করা হয়। এছাড়াও বাংলাদেশের সকল নাগরিকের শান্তি কামনা করা হয়।
দোয়ার মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ -এর পেশ ইমাম মাওলানা আবু হানিফ আশ্রাফী।