1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা’র অভিযোগ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার। বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু।

বন্দরে ২৮ ড্রাম চোরাইকৃত পামওয়েল উদ্ধার, গ্রেপ্তার-২ পলাতক-১।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পঠিত

বন্দর প্রতিনিধি: বন্দরে ২৮ ড্রাম চোরাইকৃত পামওয়েলসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলের আরেক সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার তিনগাও ভদ্রসন এলাকার শফিউদ্দিন শেখের ছেলে শাহাদাত হোসেন (৩০) ও একই এলাকার আলতাব হোসেন মিয়ার ছেলে শামীম (৩২)। পলাতক আসামী নাম নাসির বলে জানা গেছে। কিন্তু তার পিতার নাম জানা যায়নি।
চোরাই তেল উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালেব ভূইয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা রুজু করেন। ধৃতদের উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার বেজেরগাঁও এলাকায় পলাতক আসামী উদ্দিনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা সংলগ্ন গোডাউন ও চায়ের দোকানে অভিযান চালিয়ে চোরাই পামওয়েল ড্রাম জব্দসহ উল্লেখিত ২ চোরাকারবারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার বেজেরগাঁওস্থ জনৈক নাসির উদ্দিনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা সংলগ্ন গোডাউন ও চায়ের দোকানে সামনে অভিযান চালিয়ে ধৃত
আসামীদের স্বীকারোক্তিমতে ০১ টি লাল, ০১ টি হলুদ ও ২৬ টি নীল রংয়ের ড্রাম রক্ষিত যাহার প্রত্যেকটিতে অনুমান ২০০ (দুইশত) লিটার করিয়া সর্বমোট (২৮০২০০)= ৫.৬০০/- (পাঁচ হাজার ছয়শত) লিটার কোয়ালিটি পামওয়েল, সর্বমোট অনুমান বাজার মূল্য ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা এবং ধৃত আসামী মোঃ শাহাদাত হোসেন (৩০) এর নিকট হইতে চোরাই কোয়ালিটি পামওয়েল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২। ০১ টি নীল রংয়ের Samsung Galaxy A20s মোবাইল ফোন জব্দ করে।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ও পলাতক চোরাকারবারিরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় চোরাইকৃত পামওয়েল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। পলাতক চোরাকারবারি নাসির উদ্দিনকে গ্রেপ্তারের জন্য আমাদের অব্যহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park