1. admin@dipto24.com : admin :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা’র অভিযোগ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মা-মেয়ে গ্রেপ্তার। বন্দরে বিচার শালিস বৈঠকে হাতুড়ি পিটা করে হোসেয়ারী কর্মী আলমগীর নিহত। বন্দরে দরজা ভেঙ্গে হাসানের ঝুলান্ত লাশ উদ্ধার। বন্দরে ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী ফকির উল্ল্যাহ গ্রেপ্তার। আপনারা নির্যাতিত ত্যাগী নেতা চান, না সুবিধাবাদী নেতাদের চান-এড. টিপু। জনপ্রতিনিধি না হয়েও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে শিল্পপতি আবু জাফর আহমেদ’র ব্যতিক্রম উদ্যোগ। ফতুল্লায় বাউল শিল্পী আনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক। বিএনপি নেতা ইব্রাহিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। প্রতি শুক্রবারের মতো আজও নিজ হাতে পথশিশুদের উন্নতমানের খাবার খাওয়ালেন: এড. টিপু।

নিটিং ওনার্স এসোসিয়েশন দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, নিট ঐক্য ফোরামের জয় লাভ।

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে নিট ঐক্য ফোরাম ও ইউনাইটেড নিট ইউনিটি কাউন্সিলের প্রার্থীদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে নিট ঐক্য ফোরামের ব্যালট নং-১ এর প্রার্থী সাইদুর রহমান ছাড়া সকলেই জয় লাভ করে এবং ইউনাইটেড নিট ইউনিটি কাউন্সিলের ব্যালট নং-১২ এর প্রার্থী আবু তাহের শামীম ছাড়া কেউ জয় লাভ করতে পারেনি।
শনিবার (১৬ আগস্ট) বিসিক এ অবস্থিত নিটিং ওনার্স এসোসিয়েশনের কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন স্বপন চৌধুরী এবং সদস্য ছিলেন সোহেল আক্তার সোহান ও আবু বক্কর সিদ্দিক সাজ। আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন, সাঈদ আহমেদ স্বপন এবং সদস্য ছিলেন আলহাজ্ব মোঃ জাকারিয়া ওয়াহিদ ও ব্যারিস্টার মোঃ মেহেদি হাসান।
নির্বাচনে জয়ী প্রার্থীরা হলেন, নিট ঐক্য ফোরামের ব্যালট নং-২৬ মোঃ সেলিম সারোয়ার – ২৭৫ ভোট, ব্যালট নং-২ আবু বকর সিদ্দিক আবুল – ২২৯ ভোট, ব্যালট নং-৪ মোজাহার আলী – ২৪৩ ভোট, ব্যালট নং-৮ সিরাজুল ইসলাম চৌধুরী – ২৫৮ ভোট, ব্যালট নং-১০ শফিকুর রহমান – ২৪১ ভোট, ব্যালট নং- ১৪ শামীম হুসেইন সরকার – ২১২ ভোট, ব্যালট নং-১৫ জাকির হোসেন – ২৬৩ ভোট, ব্যালট নং-১৬ জাকির হোসেইন – ২২৯ ভোট, ব্যালট নং-২০ দেলোয়ার হোসেন – ২৫৫ ভোট, ব্যালট নং-২১ আব্দুল হাকিম – ২১৭ ভোট, ব্যালট নং-২২ আরিফুল ইসলাম – ২২২ ভোট, ব্যালট নং-২৪ আবু সাঈদ – ২২৮ ভোট, ব্যালট নং-২৫ এনামুল হাফিজ কাজল – ২২০ ভোট, ব্যালট নং-২৯ বশির আহমেদ – ২৩৭ ভোট, ব্যালট নং-৩২ ইদ্রিস মিয়া – ২৪৪ ভোট, ব্যালট নং-৩৩ মিশেল শেখ – ২১১ ভোট, ব্যালট নং-৩৫ বাহাউদ্দিন আহমেদ – ২২২ ভোট, ব্যালট নং-৩৬ শ্যামল দেবনাথ – ২৩৯ ভোট, ব্যালট নং-৪০ বুলবুল আহমেদ – ২২০ ভোট, ব্যালট নং-৪২ রায়হান আলী – ২৬৯ ভোট এবং ইউনাইটেড নিট ইউনিটি কাউন্সিলের একজন জয় লাভ করেন, ব্যালট নং-১২ আবু তাহের শামীম – ২১০ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষনা করা হলে বিজয়ী প্রার্থীরা আনন্দ মিছিল বের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দীপ্ত ২৪
Theme Customized By Shakil IT Park