স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন (২০২৫-২০২৬) সালের জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত এড. হাফিজুর রহমান ও এড. মোহা. মাঈন উদ্দিন মিয়া নেতৃত্বে পূর্ণ প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর নারায়ণগঞ্জ বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এড. আব্দুল বারী ভূঁইয়া, নির্বাচন কমিশনার এড. বোরহানউদ্দিন সরকার, এড. আজিজুর রহমান মোল্লা, এড. আবু বকর সিদ্দিক, এড. সুমন মিয়া ও এড. মতিউর রহমান মতিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তাঁরা।
জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের প্যানেলের প্রার্থীরা হলে সভাপতি পদে এড. এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি পদে এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে এড. মোহা. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. আল আমিন, কোষাধ্যক্ষ পদে এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে এড. মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে এড. নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মাসুদুর রহমান, সদস্য পদে এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. সাইফুল ইসলাম ও এড. তাওফিকুল ইসলাম।
উল্লেখ্য-আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল নয়টা হতে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।